ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনে অগ্নি নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ মহড়ায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার
অদ্য বুধবার ১০ জুলাই ২০২২ খ্রিঃ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স মাঠে অগ্নিকাণ্ড ও যেকোন দুর্ঘটনা থেকে জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানে করণীয় সংক্রান্তে অগ্নি নির্বাপন প্রতিরোধ, নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মহোদয় উক্ত মহড়ায় অংশগ্রহণকারী সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
এসময় অত্র জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দসহ ময়মনসিংহ জেলার ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।