আ:মান্নান টিপুঃ গত ৯ই জানুয়ারি ২০২৫ তারিখ ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস, ফরিদগঞ্জ পৌর ও ইউনিয়নের অন্যান্য ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব একরামুল ছিদ্দিক।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাবা সুলতানা রাজিয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসক (রাজস্ব) সাহেব ভূমি অফিসের রেকর্ডরুম, রেজিস্ট্রারসমূহ, ভিপি নথিপত্রাদীসহ বিভিন্ন বিষয়াদি পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষন করেন। এছাড়া ভূমিসেবা অধিকতর কার্যকর করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সার্ভার ঠিকমত কাজ না করার কারনে যেমনি ভাবে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে, তেমনি সাধারণ জনগণ মারাত্মক ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই ভুক্তভোগী সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে আস্বস্ত করে বলেন যে, খুব দ্রুতই সার্ভারটি সম্পুর্ন ভাবে সচল হয়ে যাবে এবং আগেরমত কাজের গতি ফিরে আসবে। এ সাময়িক অসুবিধার জন্য সরকারের পক্ষ থেকে তিনি আন্তরিক ভাবে দূঃক্ষ প্রকাশ করেন।