অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক দ্বারা অবৈধ ছয় চাকার ট্রাক্টর-ট্রলি অটোরি·া সহ সকল অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় সম্মিলিত নাগরিক অধিকার জোটের ব্যানারে পৌর শহরের মনোহরী পট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম ও সাধারন সম্পাদক গৌতম হাওলাদার।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছেলে জিহাদ (১০) এবং পরের দিন দু’পা বিচ্ছন্ন হওয়া মা মুক্তা (৪২) বেগমের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় অটো রিকশায় আরও সাত যাত্রী। এঘটনার পর পরই ফুঁসে ওঠে স্থানীয় জনতা।