বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার দেশে স্বৈরাচারের দোসরদের সাথে নতুন দোসর তৈরি হয়েছে – আমিনুল হক নাটোর জেলার সকল পর্যায়ের কর্মরত  সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল  পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করছেন রুপনগর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পত্ববক অর্পণ ফেসবুকে যেসব পোস্ট করলে যেতে পারেন জেলে বদরগঞ্জে ছাত্র সমন্বয়কদের সহায়তায় খয়রাতি চাল ওজনে কম দেওয়ার অভিযোগঃ ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে হবিগঞ্জ বিআরটিএ অফিস ॥ টাকা ছাড়া মিলেনা লাইসেন্স মিরপুরে ডিবির অভিযানে ভুয়া ভিসা ও বিএমইটি কার্ড তৈরি চক্রের তিন সদস্য গ্রেফতার

অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অনেক চড়াই উৎরাই পেরিয়ে যুগান্তর আজ এ পর্যায়ে এসেছে, সাইফুল আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

 

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আলোচনা সভা গুণীজন সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রধান কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যদিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, ২০০১ সারের ১’লা ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল যুগান্তর প্রতিষ্ঠা করেছেন। একজন মুক্তিযোদ্ধার হাতে যুগান্তর প্রতিষ্ঠা হবার পর থেকে অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে যুগান্তর। যুগান্তর দুর্নীতি নিপীড়ন অত্যাচারের সঙ্গে কখনো আপোষ করেনি। যুগান্তর সব সময় সাহসের সঙ্গে এগিয়ে চলেছে। এজন্যে নানা সমযে যুগান্তরকে অনেক খেসারতও দিতে হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে যুগান্তর আজ এ পর্যায়ে এসেছে। আমরা জানি যে সত্যই সব সময় জয়ী হয়।

অনুষ্ঠানের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো মানুষ হতে হলে সত্য বলতে হবে, সত্যের পথে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সত্য বলার মধ্যে কোন দোষ নেই, ভালো মানুষ হতে হলে, সত্যের পথে থাকতে হবে। তাই সমাজের সত্যকে প্রতিষ্ঠা করতে হবে।

(৫’ই ফেব্রুয়ারি ২০২৪) সোমবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তর পত্রিকা’র সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ আজমীর হোসেন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জামান, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক নাসির উদ্দিন জর্জ, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি হাসান কাজল, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তর গাজীপুর জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন , যমুনা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হোছাইন আলী বাবু, যুগান্তর জয়দেবপুর প্রতিনিধি জসীম উদ্দীন, কালিগঞ্জ প্রতিনিধি, আব্দুল গাফফার, কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম।

অনুষ্ঠানে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী জাহিদ হাসান তাপস ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমান আলী টুসি এমপি’র মা নাদিরা রহমত কে রত্নগর্ভা মা হিসেবে, শ্রীপুর পৌরসভার একাধারে চারবার নির্বাচিত মেয়র আনিসুর রহমানকে জনসভায়, শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন কে প্রশাসনিক দক্ষতায়, বীর মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হককে মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদকে সাহিত্যে, সাঈদ চৌধুরীকে পরিবেশবাদী, মিল্টন সরকারকে মানবিক কাজে,কবি সাহিত্যিক মিসকাত রাসেলকে সংগ্রাহক হিসেবে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলার দশটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সেরা পাঁচএ হয়েছেন আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের তাহিযা মেহজাবিন, ত্বহা তাবাসসুম, লিয়ানুর আক্তার লুনা, আফিফা জান্নাত নিশা, আব্দুল মালেক মাস্টার হাইস্কুলের আলিমুন ইসলাম আলিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, গুণীজনদের হাতে সম্মাননা স্মারক এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। দোয়া মাহফিল কেককাটা ও দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991