জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র্যাংকিং ২০১৮-আবারও দেশসেরা রাজশাহী কলেজ।
পরপর চারবার দেশসেরা নির্বাচিত হওয়ায়
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা আপুর
পক্ষে থেকে রাজশাহী কলেজ ছাত্রলীগের আনন্দ র্যালি বেস্পতিবার বেলা ১২,টায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
আনন্দ রেলি তে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজ ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হাসান (নাঈম),
যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত, সার্জিল আরিফ রক্তিম, সাংগঠনিক সম্পাদক মানিক মোঃ রতন,গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,রাফি উপ স্কুল বিষয়ক সম্পাদক,লাবলু সহ-সম্পাদক,এহসানুল করিম হিমু,সদস্য রাশেদুল ইসলাম রাসেদ,সঙ্গীত সহ রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।