স্টাফ রিপোর্টারঃ
অশনির প্রভাবে সাতক্ষীরায় সকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
বঙ্গোপসাগর ও আশপাশে অবস্থানরত ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়।
সোমবার (০৯ মে) সকাল ৯টা থেকে সাতক্ষীরা জেলাসহ পাশ্ববর্তী এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় ২২৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।
তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনির কারণে আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে। এরই মধ্যে সুন্দরবন সংলগ্ন আশাশুনি ও শামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপকূলবাসীর নিরাপত্তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ‘ঘূর্ণিঝড়টি বড় একটি এলাকাজুড়ে রয়েছে। সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু মেঘ উপকূলীয় এলাকার দিকে চলে এসেছে। সে কারণে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে। ঘূর্ণিঝড়টি বর্তমান যে দিকে অগ্রসর হচ্ছে সেটি ভারতের উড়িষ্যার দিকে। বাংলাদেশের উপকূলে প্রবেশের আশঙ্কারকার প্রভাবে কম থাকলেও উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।