স্টাফ রিপোর্টার# আ: মান্নানঃ মানবসেবার লক্ষ্যে রাতের আঁধারে শীতে কাতর অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম নামে একটি সাহায্য ও সামাজিক সংগঠণ। তথ্য সূত্রে জানা যায় প্রায় সপ্তাহ ব্যাপী উক্ত সংগঠণটির সদস্যগণ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্থ্যদের মাঝে কিছুটা হলেও শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরন করেন।
এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার আল আমিন বলেন- এমন অনেক মানুষ রয়েছে যাদের জন্য শীত শুধুই বেদনাদায়ক। সমাজে এমনও মানুষ আছে যারা নিজের ভালো নিজে বুজেনা, কি ভালো কি মন্দ নিজে জানেনা, আবার এমনও দেখা যায় কারো সামর্থ্য নাই। তাদের জন্য এই তীব্র শীত নিরবে বয়ে যাওয়া। তাই এই শীতে কিছু অসহায় মানুষের জীবনকে একটু সস্থির নিঃশ্বাস এনে দেয়াই ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরামের এই সামান্য প্রচেষ্টা মাত্র। আর এই চেষ্টাকে স্বার্থ্যক করতে ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম অসহায়ত্বের মাঝে জীবন যাপন করা, রাস্তার ধারে ধারে রাত বিরাতে ঘুমিয়ে থাকা মানবকুলের গায়ে জড়ানোর জন্য তাদের এই কম্বল বিতরনের সামান্য আয়োজন। ওই মহান কাজের সমন্বয়ক হিসাবে কাজ করেন ইঞ্জিনিয়ার আল আমিন, সুজন, সালাউদ্দিন, মানিক, মাইনউদ্দিন, সোহাগ, দ্বীন মোহাম্মদ সোহেল, আ.মান্নান টিপু, বিশ্বজিৎ, মনির, আরিফ ও ডা. খালেদ হাসান প্রমুখ।