মোঃ ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা রাজধানী গাবতলীর আবাসিক হোটেল গুলো বন্ধের দাবিতে আলোচনা সভা করেছেন গাবতলী বাস টার্মিনাল এলাকাবাসী।
শুক্রবার গাবতলী এলাকার বাগবাড়ি বার আনী শাহী মসজিদে জুম্মার নামাজে প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর নিয়ে এই আলোচনা সভা করা হয়।
এতে স্থানীয় এলাকাবাসীরা আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা বন্ধের দাবি করলে প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর যথাযথ ব্যবস্থা নিবে বলে আশ্বাস দেন।
এলাকাবাসীর এই দাবির পক্ষে মিরপুরের উপ-পুলিশ কমিশনার (জামিলুর রহমান, উপ-পুলিশ কমিশনার, মিরপুর জোন) জানায়-এই ধরনের হোটেল গুলো বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করবে। সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সাহায্য করলে এর ব্যবস্থা আমরা নিতে পারব ।
এছাড়াও এসব ব্যবসায় জড়িতদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স না দেওয়ার চিন্তাভাবনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলে জানায় স্থানীয় কাউন্সিলর( মুজিব সরোয়ার মাসুম, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুরের উপ-পুলিশ কমিশনার জামিলুর রহমান , দারুস সালাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম, আমির হোসেন খান, আজম খান, হাপ্পু খান, আজিজুর রহমান টাইগার, সালাউদ্দিন, গোলাম মোস্তফা সহ গাবতলী টার্মিনালস্থ এলাকাবাসীরা।