০২ এপ্রিল ২০২১ইং
সাথে অস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দু’জন ভারতীয়কে আটক করেছে বিজিবি(Border Guard Bangladesh) ।
সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করেছে দায়িত্বরত বিজিবি সদস্যরা ।
আটককৃতরা ভারতের খাসিয়া অধ্যুষিত ভাটচরা অঞলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষি বাহিনী ।
তাদের কাছ থেকে ৩টি ওয়ান শ্যুটার, গুলি এবং ৩টি ধারালো অস্ত্র জব্দ করেছে বিজিবি । এ সময় বিজিবির ধাওয়াতে ভারতের আরও একজন সীমান্তে পালিয়ে যায় বলে জানা গেছে ।
বিষয়টি নিয়ে এলাকার মানুষ বলছে, “এখানেইতো তাদের সাথে পার্থক্য আমাদের । যেখানে আমরা দয়া দেখাই আর বিপরীতে তারা আমাদের উপর গুলি ছাড়ে ।
Leave a Reply