নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে:
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা (সংশ্লিষ্ট নাগরিকদের দ্বারা প্রস্তাবিত) নামগুলি বর্ণানুক্রমিক ক্রমে তালিকাভুক্ত,
ম
1. ডঃ সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
2. লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ডিজি, বিজিবি
3. ডঃ মনজুর আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, জাতীয় নদী সংরক্ষণ কমিশন
4. প্রফেসর ইকরামুল হক, প্রফেসর, সিভিল ইঞ্জি., বুয়েট
5. ড. মাহফুজুল হক, সাবেক পরিবেশ সচিব, জিওবি
6. ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী, মাননীয়। যেমন পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
7. জনাব তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব, জিওবি
8. জনাব নুরুল হুদা, সাবেক পুলিশ মহাপরিদর্শক
9. লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ মাইনুল ইসলাম, সাবেক ডিজি, বিজিবি 10. জনাব নুরুল কবির, সম্পাদক, নিউ এজ
11. জনাব ফৌজুল কবির খান, সাবেক সচিব, জিওবি
12. মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোরশেদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
13. প্রফেসর নিয়াজ আহমেদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (IUB)
14. ডাঃ বদিউল আলম মজুমদার, প্রতিষ্ঠাতা-সচিব, সুশাসনের জন্য নাগরিক (শুজন)
15. ডঃ শাহদীন মালিক, আইনজীবী
16. ডঃ আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট 17. প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রাক্তন প্রো ভিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
18. রানী ইয়ান ইয়ান, চাকমা সার্কেল চীফের উপদেষ্টা।