জামালপুরের মেলান্দহে ১৬জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ,হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় ও হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অস্বাভাবিক গতিতে মোটর সাইকেল চালানো, স্কুল /কলেজগামী মেয়েদের রাস্তায় উত্ত্যক্ত করণ,বাল্য বিবাহ প্রেম ঘটিত আবেগের বশবর্তী হয়ে বিবাহের উদ্দেশ্যে গৃহত্যাগ করা, আত্মহত্যা প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকিত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন -সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার,মেলান্দহ থানা অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আকন্দ,হাজরাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান আনন্দ,হাজরাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফুলকোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিমুল ইসলাম বাবু। এছাড়াও হাজরাবাড়ী পৌর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী সহ অভিভাবক গণ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।