গাইবান্ধার জেলা ব্যুরো প্রধানঃ
প্রেম মানে না ধর্ম মানে না কোনো শাসন-বারণ।
সেই প্রেমের টানেই টাঙ্গাইলে থাকা প্রেমিকার (মেয়ে) কাছে (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি) ছুটে এসেছেন নোয়াখালীর বিলকিস।
তাতে এলাকাজুড়ে চলছে আলোচনার ঝড়। জানা গেছে, ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়।
এরপর দীর্ঘদিন কথা হয় হোয়াটসঅ্যাপে।
জড়িয়ে পড়েন ভালোবাসার গভীর সম্পর্কে।
তিন মাস আগে দু’জনে একসাথে ঘরেও ছেড়েছিলেন একে অপরকে ভালোবেসে।
পরবর্তীতে পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় তারা। এবার আরও বেপরোয়া তারা।
বিলকিস বলেন আমি পরিবার কে বোঝানোর চেষ্টা করেছি
তারা আমাদের সম্পর্ক মানবে না,
তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি
এখন তার পরিবার না মানলে আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসবাস করবো।
বিলকিস অপ্রাপ্ত বয়স্ক প্রেমিকার ভাস্য বিলকিসের সাথে ফেসবুকে পরিচয় তার পর থেকে আমরা দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই।
এখন বিলকিস আমার কাছে এসেছে আমি তাকে আর যেতে দিবো না।