বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

আওয়ামী লীগ ফিরবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃআওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো—এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। পরে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা।

 

গতকাল বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল। ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভা চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের উপস্থিতিতে সমন্বয়ক সজল এ অভিযোগ করেন।

 

তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন ইউএনও আল মামুন। তিনি কালবেলাকে বলেন, ‘আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি, তখন বিএনপি-জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল মতবিনিময় সভায় বক্তব্যকালে অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। ওই স্মরণসভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

 

এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলেবলে-কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা কাল)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991