বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:০২ অপরাহ্ন
ঘোষনা
পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন হ‌বিগ‌ঞ্জে চলন্ত বাসে তরুণী ধর্ষণের ঘটনায় হেলপার গ্রেপ্তার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের সাতক্ষীরায় মাদকসহ চেয়ারম্যান পুত্র এবং ভারতীয় নাগরিক আটক মনপুরায় ইয়াবাসহ ৩৫ বছর বয়সী যুবক আটক, পুলিশের কাছে হস্তান্তর টঙ্গীর হাজীর মাজার বস্তিতে যৌথ অভিযান: বিপুল মাদক উদ্ধার,২৪ জন আটক হলেও অধরা মূল হোতারা বিএনপি চায় উৎসব মুখর নির্বাচনী পরিবেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হউক – আমিনুল হক মনপুরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ, থানায় গ্রেফতার কালীগঞ্জে ১৬ টি ককটেল সহ বিএনপি কর্মী আটক সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু আটক

আখাউড়ায় টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে বন্যার পরিস্হিতির অবনতি 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার হেবজুল বাহার:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তা-ঘাট, কৃষি জমি, পুকুর ও জলাশয়।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক অফিস এবং ইমিগ্রেশন অফিসের সামনের চত্বরে পানি প্রবেশ করেছে। স্থলবন্দর নিকটবর্তী আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের প্রায় ১০০ মিটার জুড়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪৫০ পরিবার। এদিকে, পানিবন্দী মানুষকে আশ্রয় দিতে উপজেলা প্রশাসন ১১টি আশ্রয় কেন্দ্র চালু করেছে। ১৩টি পরিবারের প্রায় ৫০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ সে.মি. পানি কমেছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে রোববার হঠাৎ করে উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের ৮/১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, আব্দুল্লাহপুর, রহিমপুর, বঙ্গেরচর, বীরচন্দ্রপুর, সাহেবনগর, মোগড়া ইউনিয়নের আওড়ারচর, সেনারবাদী, ধাতুরপহেলা, বাউতলা, উমেদপুর, আদমপুর, রাজেন্দ্রপুর, ছয়গড়িয়া, জয়নগর, খলাপাড়া এবং মনিয়ন্দ ইউনিয়নের ইটনা, আইড়ল ইত্যাদি গ্রামে পানি প্রবেশ করেছে। চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওই এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে। কিছু রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আকস্মিক বন্যায় উপজেলার ৬১ হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে আউশ আবাদ, আউশ বীজতলা, শাকসবজি, আদা, হলুদ ও পুষ্টি বাগান ইত্যাদি।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নেছার উদ্দিন ভূইয়া বলেন, হঠাৎ বন্যায় বন্দর এলাকায় আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ অফিসের ভেতরে পানি ঢুকেছে। অফিসে বসে কাজ করা যাচ্ছে না, তবে বিকল্প উপায়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি এখনও স্বাভাবিক রয়েছে। তবে পানি আরও বৃদ্ধি পেলে বন্দরের কার্যক্রম চালু রাখা অসম্ভব হয়ে পড়বে।

মোগড়া ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ শামিম আলম বলেন, মোগড়া ইউনিয়নের ৯টি গ্রামে পানি প্রবেশ করেছে। আমরা তাদের খোঁজখবর রাখছি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত তথ্য অনুযায়ী, ১৮ থেকে ১৯টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪৫০ পরিবার পানিবন্দী আছে। ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় ৫০ জন আশ্রয় নিয়েছে। তাদের চাল, ডাল, মসলা, মুড়িসহ শুকনো খাবার দেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩৬ সে.মি. পানি কমেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, বন্যায় বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। সকালে ৬টি ট্রাকে প্রায় ২৫ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991