ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া নিজ পরিধানে থাকা শার্টের নীচে শরীরে খাকি রঙের কসটেপে মুড়িয়ে বিশেষ কায়দায় বডিফিটিং করে লুকিয়ে গাঁজা পাচার কালে পুলিশের হাতে ধরা পড়েছেন এক মাদক পাচারকারী।গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম রনি মিয়া(২৯)।সে বিজয়নগর উপজেলার কাশিনগর পশ্চিমপাড়ার মৃত জানু মিয়ার ছেলে।
অদ্য ৯ মার্চ’২০২২ ইং তারিখ ভোর অনুমান ৫ টা ৩০ ঘটিকার দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজারস্থ মক্কা হোটেলের সামনে থেকে আখাউড়া থানা পুলিশ রনি মিয়াকে গ্রেপ্তার করে।সে বডিফিটিং গাঁজা নিয়ে ট্রেনযোগে ঢাকায় গমণের উদ্দেশ্যে বের হয়েছিল বলে পুলিশকে জানায়।উদ্ধারকৃত মাদক পরিমাপ করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।আখাউড়া থানার এসআই নিয়ামুল হোসাইন এবং এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত রনি মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানার পূর্বের দু’টি মামলার রেকর্ড পাওয়া যায়। গাঁজা উদ্ধারের ঘটণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামী রনি মিয়া কে কোর্টে প্রেরণ করা হয়েছে।