শেখ তারিকুল ইসলাম রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার জেলার উপজেলা আখাউড়া, এই উপজেলাটি সীমান্তবর্তী হওয়ার এখানে মাদক একটি সহজলভ্য, আখাউড়া থানা প্রায়ই বিশেষ অভিযান পরিচালনা করে মাদকের বিরুদ্ধে। মাদকের বেপরোয়া ব্যবহার ঠেকাতে ও মাদক পাচারকারীদের ধরতে এই অভিষান গুলো পপরিচালনা করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ, অদ্য তারিখঃ- ১৯/১১/২০২৩ খ্রিঃ- আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুল ইসলামনের্তৃত্বে অত্র থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, কর্নেলবাজার সাকিনে কর্নেলবাজারের পূর্ব পাশে বট গাছের নিচে কর্নেলবাজার টু ইটনা গামী পাঁকা রাস্তার উপর হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। এ বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।