আখাউড়ায় মাদক বিরোধী চলমান (কৌশলগত) অপারেশনে সফলতা পেয়েছে আখাউড়া থানা পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের নির্দেশে চলমান এই অভিযানে ০৪ এপ্রিল ২০২২ইং তারিখে ৭ টা ৩৫ ঘটিকার দিকে আখাউড়া থানার আখাউড়া পৌরসভাস্থ রাধানগর কলেজপাড়া সাকিন হইতে ০৬ বোতল স্কাফ সিরাপ সহ ০১ মাদক কারবারীকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: আবু ছালেক সঙ্গীয় অফিসার এএসআই(নি:) মো: আজিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টিম ০৪ এপ্রিল, ২০২২খ্রি: তারিখ ৭ টা ৩৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ এলাকায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভাস্থ রাধানগর কলেজপাড়া সাকিন আলী আজগর হাফিজিয়া মাদ্রাসার সামনে হইতে মাদক কারবারী ০১। ইলিয়াছ কাঞ্চন প্রকাশ দিপু মিয়া (২৮), পিতা- মো: আলমগীর মিয়া, মাতা- রিনা বেগম, সাং- নারায়নপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ০৬ বোতল স্কাফ সিরাপ সহ হাতে নাতে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে অন্যান্য ধারায় ০৩টি মামলা পাওয়া যায়।
অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একই টিম ০৪ এপ্রিল, ২০২২খ্রি: তারিখ ২২.৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন নুরপুর মধ্যপাড়া সাকিন হইতে মাদক কারবারী ০১। মো: ইব্রাহিম (৪৫), পিতা- মৃত হুরন আলী, সাং- নুরপুর (মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ০৯ বোতল স্কাফ সিরাপ সহ হাতে নাতে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা এবং ০৪টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
উক্ত উদ্ধারের ঘটনায় আখাউড়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হইয়াছে এবং অদ্যই আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।