গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
আগামীকাল শনিবার গাইবান্ধার বালাসী থেকে বাহাদুরাবাদঘাট নৌ রুটে পরীক্ষা মূলক ভাবে লঞ্চ সাভির্স চালু হচ্ছে।
বাংলাদেশে অভ্যান্তরিন নৌ পরিবহন কর্তৃপকক্ষ জানিয়েছেন নৌ রুটি চালু করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় ১শ ৪০কোটি টাকা ব্যায়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পারে টার্মিনাল নির্মানের কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে।
উভয় পাশ্বের টার্মিনাল দুটিতে অফিস ভবন, পাইলট হাউজ, পুলিশ ও আনসার ব্যারাক, ফায়ার্স সাভির্স, টুলস ভবন, ড্রাইভার রেষ্টহাউজ, যাত্রী ছাউনি, টয়লেট হাউজ সহ ১১টি অবকাঠামো নির্মান করা হয়েছে। এছাড়া নৌ রুটের নাব্যতা স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৪ কোটি টাকা ব্যায়ে ১৪ কি:মি: এলাকায় ড্রেজিং এর কাজ সম্পন্ন করা হয়েছে।ফলে এ রুটটি লঞ্চ চলাচলের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে।লঞ্চ সাভির্স চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে আসবে শুধু তাই নয় নৌ পথে মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।এদিকে নৌ পথ চালু করাকে কেন্দ্র করে উভয় পারের জন সাধারনের মধ্যে উল্লাসের সৃষ্টি হয়েছে।
আগামীকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে স্বাগত জানাতে এখানকার মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছে। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যে লঞ্চ সাভিস চালু করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।