একে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জনপ্রশাসন পদক-২০২২’পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত এক পত্রে তাকে পদকের জন্য মনোনীত হওয়ার বিষয়টি অবহিত করা হয়।
আজ ২৩ জুলাই ২০২২ ইং শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে ‘জনপ্রশাসন পদক-২০২২’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে
থেকে তাকে পদক প্রদান করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় পর্যায়ে কারিগরি (দলগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০২২ প্রদান করেছে।
কবির বিন আনোয়ার ১৯৮৮ সালে সিভিল সার্ভিসে (প্রশাসন) (৭ম ব্যাচ) যোগদান করেন। পেশাগত জীবনে তিনি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হওয়ার আগে সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক হন তিনি।
কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ২২ মে সিরাজগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ভর্তি হন। এসএসসি ও এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। পেশাদার আমলা কবির বিন আনেয়ার ২০১৬ সালে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন।