স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী:
ভোর চারটা থেকে রাজধানী সহ্ সারাদেশে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।কখনো হারকা কখনো ভারি বৃষ্টি সেই সাথে বাড়ছে বাতাসের তীব্র চাপ।এভাবে চলতে থাকবে টানা দুই দিন। বৃষ্টির হওয়ার তথ্য জানান আবহাওয়া অধিদপ্তর।
সরকারি আবহাওয়া অধিদপ্তরের আফরোজ সুলতানা বলেন,আজ এবং আগামীকাল সারাদেশে বৃষ্টি চলতে থাকবে এবং তার পর থেকে বৃষ্টিপাত কমতে থাকবে।
হালকা ও ভারি বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তির বিপাকে পড়ছে কর্মজীবি মানুষজন।রোডে পানি থাকার কারণে যানবাহন চলাচল করা কষ্ট দায়ক চালকের।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে,গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা ২৪ ঘন্টার আবহাওয়ায় বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা,বরিশাল, সিলেট, চট্টগ্রাম বিভাগে,অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।সেই সঙ্গে সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।