০৮_০৪_২০২৩ইংরেজী রোজ শনিবার আনুমানিক সকাল ০৮:০০ ঘটিকার সময়ে বঙ্গ ইসলামিয়া মার্কেটের বরিশাল প্লাজার ৪র্থ তলায় আগুনের লেলিহান শিখা।ফায়ার সার্ভিস থেকে জানা যায়, খবর পেয়ে ৮টা ২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ১৪টি ইউনিটের চেষ্টায় ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায় নি ফায়ার সার্ভিস।এর আগে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার আগুনের লেলিহান শিখায় কোটি কোটি টাকার দোকান ও পোশাক পুড়ে ছাড়খাড়। তা প্রায় ৬ হাজার দোকানপাট পুড়ে একে বারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগে।
আগুনের বর্তমানে যেরকম ভয়াবহ রুপ ধারণ করছে, যদি এখনো দেশের নাগরিক সচেতন না হয়, তবে এরকম ধ্বংসপ্রাপ্ত হতে বেশীদিন সময় লাগবে না।সচেতন নাগরিকের দায়িত্ব, প্রত্যেকটা মিল কারখানা, যেকোনো ফেক্টরী, মার্কেট, বাসা বাড়ি সহ বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠান হোক না কেনো। যে খানে বিদ্যুৎ সংযোগস্থলে দেখতে হবে কোনো প্রকারে তার লুছ, ছেড়া কাটা, নষ্ট হওয়া, যে খানে সে খানে সিগারেটের আগুন, গ্যাস সিলিন্ডা একটা সেফটি স্থানে রাখা ইত্যাদির মধ্যে দিয়ে চত্বরে নজর রাখতে হবে।