নিজস্ব প্রতিবেদকঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
তিনি গত (১ অক্টোবর ২০২১ইং) শুক্রবার সকাল ১০.০৫ ঘটিকার সময় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি এক ছেলে, এক কন্যা, দুই বোন ও নাতি-নাতনিসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এমএ ওয়াদুদ ২০১৪ সালে ইন্তেকাল করেন।
গত (৪অক্টোবর ২০২১ইং) সকাল দশ ঘটিকায় বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হয়েছে।
আজ তার প্রথম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
হামিদা ওয়াদুদ পলি’র জন্য দেশবাসী সকলের দোয়া কামনা করছি সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন।
আমিন!