শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

আতিফ আসলামের কনসার্ট: ভিড়, যানজট ও বিশৃঙ্খলার মধ্যেও তিন ঘণ্টার ননস্টপ পারফরম্যান্সে মুগ্ধ দর্শক

মোঃ শাকিল খান
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত
আতিফ আসলামের কনসার্ট: ভিড়, যানজট ও বিশৃঙ্খলার মধ্যেও তিন ঘণ্টার ননস্টপ পারফরম্যান্সে মুগ্ধ দর্শক
আতিফ আসলামের কনসার্ট: ভিড়, যানজট ও বিশৃঙ্খলার মধ্যেও তিন ঘণ্টার ননস্টপ পারফরম্যান্সে মুগ্ধ দর্শক

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ঢাকায় অনুষ্ঠিত তার কনসার্টে দেখালেন ননস্টপ পারফরম্যান্সের অনন্য দৃষ্টান্ত। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে আতিফ রাত ৯টায় মঞ্চে উঠে টানা তিন ঘণ্টা গানে-নাচে মাতিয়ে রাখেন উপস্থিত দর্শকদের।

ভিড় ও যানজটের চরম ভোগান্তি
এই কনসার্ট উপভোগ করতে প্রায় ৩০ হাজার দর্শকের সমাগম ঘটে স্টেডিয়ামে। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শকের ভিড়ে স্টেডিয়ামে পা ফেলার জায়গা ছিল না। স্টেডিয়ামের আশপাশের এলাকাগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। মহাখালী থেকে বনানী, কাকলী হয়ে উত্তরা পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চলাচল স্থবির হয়ে পড়ে।

দুপুর ১টার পরে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হলেও সুষ্ঠু নির্দেশনার অভাবে শুরু থেকেই দর্শকরা সমস্যায় পড়েন। বিকেল গড়ানোর সাথে সাথে বিশৃঙ্খলা এবং যানজট বাড়তে থাকে। ভিড় সামাল দিতে ব্যর্থ আয়োজকরা দর্শকদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করেন।

মিরপুর থেকে আসা এক দর্শক বলেন, “বিকেল তিনটায় স্টেডিয়ামে পৌঁছালেও আড়াই ঘণ্টা চেষ্টা করেও প্রবেশ করতে পারিনি। এমন ভিড়ে সামনের দিকে এগোনোই অসম্ভব।”

অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, কনসার্টের জন্য বাসা থেকে বের হয়ে স্টেডিয়ামে পৌঁছাতে তার চার ঘণ্টা সময় লেগেছে। তবে তীব্র ভিড় এবং নিরাপত্তার কড়াকড়ির কারণে তিনি স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।

বিপর্যস্ত আয়োজন ও দর্শকদের হতাশা
কনসার্টে প্রবেশের চেষ্টা করতে গিয়ে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। কিছু দর্শক রাগে-ক্ষোভে টিকিট ছিঁড়ে ফেলে চলে যান। ভেতরে প্রবেশের পরও সামনে বসার সুযোগ না পেয়ে অনেকে আয়োজকদের উপর ক্ষোভ প্রকাশ করেন।

১০ হাজার টাকার ম্যাজিক্যাল জোনের টিকিট কেটে সামনের সারিতে বসার সুযোগ পেলেও নিরাপত্তা কর্মীদের এবং আয়োজকদের অব্যবস্থাপনার কারণে দর্শকদের অনেকেই অনুষ্ঠান উপভোগ করতে পারেননি। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানান, “সামনের সারিতে থেকেও পুরো কনসার্ট উপভোগ করতে পারিনি। আয়োজকদের অব্যবস্থাপনা হতাশাজনক।”

আয়োজকদের দুঃখপ্রকাশ
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ এর আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “এত বড় আয়োজন করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়েছে। এজন্য আমরা দুঃখিত। ভবিষ্যতে আরও ভালো ও স্মরণীয় আয়োজন করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

অত্যন্ত চমৎকার পারফরম্যান্স সত্ত্বেও অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে অনেক দর্শক এ কনসার্ট থেকে প্রত্যাশিত অভিজ্ঞতা পাননি। আয়োজকদের ভবিষ্যতে এসব ত্রুটি এড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991