স্টাফ রিপোর্টারঃ নরসিংদী রায়পুরায় আদালতের রায়কে তোয়াক্কা না করেই বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আবদুল লতিফদের উপর। সে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত সাদির মিয়ার ছেলে।
সরেজমিনে গিয়ে জানাযায়, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পশ্চিমপাড়া এলাকায় হাজী কাঞ্চন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের লতিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ৫টি মামলাও করেন হাজী কাঞ্চন মিয়া। শ্রীনগর মৌজার এসএ-৩৪১৩ খতিয়ানের ৯৮ দাগের ২৬ডিং জমিতে সম্প্রতি বসতঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এরপর কাঞ্চন মিয়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মো: রফিকুল ইসলাম রফিক বেঞ্চ সহকারী একটি স্বাক্ষরে বিজ্ঞ আদালত জায়গাটিতে ১৪৫ ধারা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও সরেজমিনে দেখা যায় আব্দুল লতিফ এর ছেলে রব মিয়া তাদের পেশী শক্তির বলে কোর্টের নির্দেশনাকে অমান্য করে পুণরায় বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার এমন সংবাদে রায়পুরাস্থ বাঁশগাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক নাদিরুল ইসলাম ঘটনাস্থলে পৌছায়। তিনি বলেন, কোর্ট থেকে ১৪৫ ধারার একটি নোটিস তাদের দেওয়া হয়েছে এবং কোর্টের নিদের্শনা মোতাবেক আগামী ২২ নভেম্বর পর্যন্ত জায়গাটি বাড়ি নির্মাণ করার কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দিলেও তারা এ রায়কে অমান্য করে অবৈধভাবে বাড়ি নির্মাণ কাজ করছে যা সম্পূর্ণই আইন বহির্র্ভূত।
স্থানীয়রা আরোও জানায়, বিষয়টি নিয়ে সামাজিক ভাবে স্থানীয় জনপ্রতিনিধের নিয়ে সামাধানের লক্ষে সালিশী বৈঠক করেও সৃষ্ট সমস্যার কোন সমাধান করা যায়নি।