বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

আদালতকে বৃদ্ধাঙ্গুলি, ১৪৫ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নরসিংদী রায়পুরায় আদালতের রায়কে তোয়াক্কা না করেই বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আবদুল লতিফদের উপর। সে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত সাদির মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে জানাযায়, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পশ্চিমপাড়া এলাকায় হাজী কাঞ্চন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের লতিফ মিয়াদের দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ৫টি মামলাও করেন হাজী কাঞ্চন মিয়া। শ্রীনগর মৌজার এসএ-৩৪১৩ খতিয়ানের ৯৮ দাগের ২৬ডিং জমিতে সম্প্রতি বসতঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এরপর কাঞ্চন মিয়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মো: রফিকুল ইসলাম রফিক বেঞ্চ সহকারী একটি স্বাক্ষরে বিজ্ঞ আদালত জায়গাটিতে ১৪৫ ধারা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও সরেজমিনে দেখা যায় আব্দুল লতিফ এর ছেলে রব মিয়া তাদের পেশী শক্তির বলে কোর্টের নির্দেশনাকে অমান্য করে পুণরায় বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার এমন সংবাদে রায়পুরাস্থ বাঁশগাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক নাদিরুল ইসলাম ঘটনাস্থলে পৌছায়। তিনি বলেন, কোর্ট থেকে ১৪৫ ধারার একটি নোটিস তাদের দেওয়া হয়েছে এবং কোর্টের নিদের্শনা মোতাবেক আগামী ২২ নভেম্বর পর্যন্ত জায়গাটি বাড়ি নির্মাণ করার কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দিলেও তারা এ রায়কে অমান্য করে অবৈধভাবে বাড়ি নির্মাণ কাজ করছে যা সম্পূর্ণই আইন বহির্র্ভূত।

স্থানীয়রা আরোও জানায়, বিষয়টি নিয়ে সামাজিক ভাবে স্থানীয় জনপ্রতিনিধের নিয়ে সামাধানের লক্ষে সালিশী বৈঠক করেও সৃষ্ট সমস্যার কোন সমাধান করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..

তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন। মোঃ জিহাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক জাতীয় (দ্যা ইনভেস্ট) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সাইদুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক (দৈনিক দক্ষিনাঞ্চল) পত্রিকার স্টাফ রিপোর্টার ফুয়াদ মুজাহিদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন (দৈনিক সত্য সংবাদ) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনি। মোট ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- (সহ-সভাপতি) দৈনিক আজকাল পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি এম এ হান্নান , (সহ-সভাপতি) বাংলাদেশ বানী পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম,(সহ সভাপতি ) দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকা স্টাফ রিপোর্টার আমিনুল আহাদ তৌহিদ, (যুগ্ম সাধারণ সম্পাদক) দেশ চ্যানেল ও দৈনিক বাংলার প্রতিচ্ছবি তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সুলাইমান পোদ্দার, (যুগ্ম সম্পাদক)দৈনিক সংগ্রাম পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন, (যুগ্ম সম্পাদক) দৈনিক আজকের বরিশাল তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নুরে আলম, (সহ সাংগঠনি) দৈনিক কলমের কন্ঠ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নাঈম, (সহ সাংগঠনিক) দৈনিক বরিশালের ক্রাইম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মজিরুদ্দিন রায়হান, (কোষাধ্যক্ষ) বিডি নিউজ ৯৯৯ ভোলা জেলা প্রতিনিধি, ফরহাদ হোসেন ( দপ্তর সম্পাদক) দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, (ক্রিয়া সম্পাদক)দৈনিক দেশ বুলেটিন তজুমদ্দিন উপজেলা বিশেষ প্রতিনিধি রাকিবুল ইসলাম, (প্রচার সম্পাদক) দৈনিক ভোলার কাগজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হাসনাইন, (নির্বাহী সদস্য) দেশ দেশান্তর তজুমদ্দিন প্রতিনিধি মনির খান,(নির্বাহী সদস্য) বাংলাদেশ সংবাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, (সদস্য) ভোরের বাংলা প্রতিদিন নিশাত খান মিরাজ, (সদস্য) দৈনিক দিনের আলো প্রতিদিন নুরনবী রাসেল, (সদস্য) রংধনু নিউজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জিহাদ, (সদস্য) প্রথম বাংলা প্রতিদিন মমিন উদ্দিন, (সদস্য) জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিকার প্রতিনিধি জিহাদ , (সদস্য)দৈনিক ভোলার বানী তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন। সংগঠনটি ৩ রা জানুয়ারি শুক্রবার নতুন কমিটির সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান রিপন বলেন, তজুমদ্দিন উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন তজুমদ্দিনে নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে জাতির আস্থার প্রতিক

এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991