রংপুর বিভাগীয় প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে গাঁজা সেবনের সরঞ্জামসহ মাদক সেবনকালে ১ (এক) মাদকসেবীকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
৮ জুন ২০২৩ সকালে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক সেবনের সরঞ্জামসহ ১ (এক) মাদকসেবীকে আটক করা হয়। আদিতমারী থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা মৌজা। গ্রেফতারকৃত মাদক সেবনকারী মোঃ মানিক মিয়া (৩৫), পিতা- মৃত তায়েজ উদ্দিন, সাং- দক্ষিণ গোবধা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট জনাব রওজাতুন জান্নাত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আদিতমারী, লালমনিরহাট মাদকসেবীকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। গ্রেফতারকৃত মাদকসেবীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত কর্মকর্তারা হলেন- মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ, এসআই/মিজানুর রহমান, এসআই মতিউর রহমান এএসআই/সিরাজুল ইসলাম এএসআই তপন কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।