টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বরিশালে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালাকে এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
আজ সকাল এগারোটা পয়তাল্লিশ মিনিটে বরিশালের জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউজের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম। বরিশাল এর জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম- বার,জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী,সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা।