শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় নেমে এসে ছিলেন তরুণ ছাত্ররা। পুলিশের লাঠি ও গুলির বর্ষণে, রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ নিহত হন বহু নিরপরাধ ছাত্র, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা’র অধিকার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খান সেলিম রহমানের নেতৃত্বে।
(২১’শে ফেব্রুয়ারি ২০২৪) বুধবার ভোর রাত ০৪:টায়, জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, গানের সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
৫২’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, খান সেলিম রহমান বলেন।
১৯৫২ সালের ২১’শে ফেব্রুয়ারি, তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দিয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুকে মাতৃভাষা হিসাবে চাপিয়ে দেয়ার ঘোষণা দেয়। এর প্রতিবাদে ঢাকার ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে।
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের প্রধান মাইল ফলক হিসেবে গণ্য করা হয় একুশে ফেব্রয়ারিকে। ১৯৫২ সালের এই দিনে, মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ উৎসর্গ করেছিলেন, বরকত, সালাম, রফিক জব্বারসহ অনেক ছাত্র তরুণ।
ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭’ই নভেম্বর, বাংলাদেশের ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পর থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস হিসেবে।
ভারতীয় উপমহাদেশ সদ্য স্বাধীন হয়েছে। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তানের দুটো আলাদা ভূখণ্ড, আর অন্যতম হল পশ্চিমবঙ্গের প্রতিবেশী পূর্ব পাকিস্তান। তবে পশ্চিম পাকিস্তানে উর্দু প্রধান ভাষা হলেও পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে হল বাংলা। ক্ষমতাসীন পাকিস্তান সরকার উর্দু ঘেষা, তাই পূর্ব পাকিস্তানের উপর শুরু থেকেই রুষ্ট। বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে এই দাবি থেকে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন।
খান সেলিম রহমান আরো বলেন, ১৯৫২ সালের আজকের দিনে আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ অনেক তরুণ শহিদ হন। এই দিনটি তাই ভাষা শহিদ দিবস হিসেবেও পরিচিত।
আজকের দিনে ৫২’র ভাষা আন্দোলনে শহীদ হওয়া সকল বীর ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন জাকির, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ঢাকা জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র পরিচালক মোঃ নিজাম উদ্দিন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সহ-সম্পাদক শিহাব উদ্দিন, মাতৃজগত টিভি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র অফিস পরিচালক সোহাগ রানা, মাতৃজগত টিভি’র স্টাফ রিপোর্টার ও মাতৃজগত পত্রিকা’র অফিস পরিচালক ফয়জুল্লাহ্ স্বাধীন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বিশেষ প্রতিনিধি মোঃ রাকিব শেখ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, শেখ মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম আহমেদ (তপু) সহ আর অনেকে।