আশুলিয়ায় আব্বাস শপিং কমপ্লেক্স এর পিছনে আবারো শ্রমিক কলোনিতে ৪: ২০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার ( ২৩ শে মার্চ ) বিকাল ৪:২০ মিনিটে আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া শপিং কমপ্লেক্স এর পিছনে মাসুদ রানার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়িটির ৮/ ১০ টি রুমসহ সকল মালামাল পুড়ে গেছে কারণ – সকল শ্রমিক গার্মেন্টসে কাজে থাকায় রুমগুলো তালাবন্ধ ছিলো তাই রুম থেকে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। সেই বাড়িটিতে নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে রাস্তা না থাকায় ভাড়া কম সেই সুবাদে নিম্ন আয়ের মানুষগুলো এই সব জায়গায় বাধ্য হয়ে বসবাস করছেন। আগুনের সূত্রপাত বাড়িওয়ালা মাসুদ রানার মুদি দোকান থেকে অগ্নিপাতের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শিরা এ সময় স্থানীয় লোকজনসহ পাশে থাকা পাইনিওর গার্মেন্টস এবং ওয়াস ফ্যাক্টরি থেকে হুস পাইপ দিয়ে পানি দিয়ে প্রথম দিক থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ইপিজেড ফায়ার সার্ভিস এর দুইটি উইনিট আগুন নিয়ন্ত্রণে আনে।যেহেতু বাড়িগুলোর রাস্তা নেই তাই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও একটু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। উল্লেখ্য যে গত ১৭ মার্চ একই স্হানে আগুনে প্রায় ১০/১২ টা বাড়ি আগুনে পুড়ে যায় এবং শতাধিক শ্রমিকের পরিবারে মালামাল আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায়।
Leave a Reply