আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌর শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে আমতলী থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) দুপুর ২ টায় পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার ইসলামীয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক হয়। আটককৃতরা হলো ঢাকার কেরানীগঞ্জের সত্তার মিয়ার মেয়ে রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের ডাবর কাঠী গ্রামের রায়হান এর স্ত্রী নুপুর (৩৮), খুলনা সোনাডাঙা উপজেলার নিরালা এলাকার মোস্তাফিজ এর স্ত্রী আছিয়া (২২), বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদার এর স্ত্রী ময়না (১৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই মিলন মিয়ার নেতৃত্বে পৌর শহরে অবস্থিত উক্ত আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চার যৌনকর্মীকে আটক করা হয়।এ সমশ পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার, কর্মচারীরা ও খদ্দের পালিয়ে গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, তাদেরকে ২৯০ ধারায় কোর্টে প্রেরন করা হয়েছে।