সাইফুল্লাহ নাসির,আমতলী প্রতিনিধি বরগুনা:- বরগুনার আমতলীতে গত (২১ অক্টোবর) শুক্রবার রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে জালটাকা সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আমতলী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী থানার এস আই জ্ঞান কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোঃ জীবন শেখ (২০) শেখ ইমরান হোসেন (২৮) মোঃ রাকিব (১৯) এর কাছে থাকা ১,৭০,৫০০/- (এক লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জানা গেছে,জালটাকা সরবরাহকারীরা উপজেলার খেকুয়ানী বাজা্রেরএকটি দোকানে জালটাকা দিয়ে ক্রয় বিক্রয় করার সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ তাদেরকে তল্লাসী করে বেশ কিছু জাল টাকায় পায়।পরে তাদের গ্রেফতার করার পর তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তিনজনের মধ্যে জীবন শেখ ও ইমরানের বাড়ী বাগেরহাট জেলায় ও রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।
এঘটনায় আমতলী থানার এস আই জ্ঞান কুমার বাদী হয়ে জালনোট সরবরাহকারীদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান বলেন,গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের্র মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।