বরগুনার আমতলীর ঘটখালী গ্রাম থেকে জুয়েল হাওলাদারের একটি ট্রাকটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় লিটন ঢালী নামে এক চোর চুনাখালী বাসস্ট্যান্ডে ধরা পরে গনধোলাইয়ের শিকার হয়ে বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের সামসু ঢালীর পুত্র লিটন ঢালী রবিবার রাতে আমতলী উপজেলার ঘটখালী গ্রাম থেকে জুয়েল হাওলাদারের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ট্রাকটর চুরি করে নিয়ে পালিয়ে যায়। ওই দিন রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী বাস স্ট্যান্ডে ধরা পরে। ধরা পরার পর স্থানীয় জনতা তাকে গনধোলাই দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় সোমবার সকালে ট্রাকটরের মালিক জুয়েল হাওলাদার লিটন ঢালীকে আসামী করে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুপুরে আমতলী থানা পুলিশ লিটন ঢালীকে পটুয়াখালী থেকে আমতলী এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্স ভর্তি করেন পুলিশ পাহারায় চিকিৎসা চলছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, চোর লিটন ঢালীকে পটুয়াখালী থেকে আমতলী এনে হাসপাতালে রেখে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নামে থানায় ট্রাকটর চুরির মামলা দায়ের করা হয়েছে।