সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বর্ণাঢ্য
আয়োজনের মধ্যদিয়ে বরগুনার আমতলীতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন পালিত হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,মাগরিব নামাজ বাদ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এর মধ্যদিয়ে দিনটি পালন করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, আব্দুল হক,যুবলীগ নেতা মোঃ ফরিদ মেলকার সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরস ও স্হানীয় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান ও মোনাজাত করা হয়।