আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভায় টিসিবি পন্য বিতরণ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল হাসান।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ট্রাকসেল কার্যক্রমে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে আমতলী পৌর শহরের নূরজাহান ক্লাব চত্ত্বরে সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের ৪ ও ৫নং ওয়ার্ড এর ২০০ জনকে এ পন্য প্রদান করা হয়।
পর্যায়ক্রমে পৌর শহরের ২১৫৩জনকে কার্ডের মাধ্যমে এ পন্য বিতরণ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ বিন রশিদ,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আঃ কাদের মিয়া প্রমুখ। মেসার্স সোহান এন্টারপ্রাইজ এর পরিচালক আবদুস সোবহান লিটন এ টিসিবি পন্য বিতরণ করেন।