সাইফুল্লাহ নাসির,আমতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার তার লোচা গ্রামের বাড়ীতে কোরআনখানী,কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তার মৃত্যুবার্ষিকীর দোয়া মোনাজাতে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন ২০২০ সালের ৯ এপ্রিল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেন। তিনি দীর্ঘ ৩২ বছর আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমতলীবাসী একজন অভিভাবক হারিয়েছে।
তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআনখালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মোনাজাতে আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু,দফতর সম্পদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আনোয়ার হোসেন ফকির, মরহুমের জেষ্ঠপুত্র উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান,ছোট ছেলে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা,সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট একেএম বাহাদুর শাহ,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান।