আমতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনে প্রথম সভা ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (ভারপ্রাপ্ত কমান্ডার) ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আবুল কালাম শামসুদ্দিন সানুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনাÑ১ আসনের সংসদ সদস্যু ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাখ শম্ভু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আঠারগাছিয়া ইউপি চেয়াম্যোন মোঃ রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ উপজেলার সকল তালিকাভূক্ত সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।