সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনার আমতলী উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
গত মঙ্গলবার ১৮ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আয়োজনে আমতলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাদিক তানভীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ডার
মোঃ আব্দুর রশিদ মিয়া,জেলা ডেপুটি কমান্ডার আঃ মোতালেব মৃধা,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার সাবেক কমান্ডার এ,কে,এম শামসুদ্দিন সানু।অনুষ্ঠানে আমতলী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।