ক্রাইম রিপোর্টারঃ
আমরা মাতৃজগত পরিবার সবাই মিলে স্বপ্ন দেখি কিভাবে মাতৃজগত পরিবারকে এগিয়ে নেওয়া যায় এবং মাতৃজগত পরিবারের সবাইকে নিয়ে স্বপ্ন জয়ের আশায় এক সাথে এক সুতোই গাঁথা বন্ধন অটুট রাখতে পারি।
প্রিয়
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সবার ভালবাসার বন্ধনে আবদ্ধ এবং এক সুতোয় গাঁথা ভালোবাসার বন্ধন মাতৃজগত পরিবার।
আমাদের মাতৃজগত পরিবারের প্রিয় প্রকাশক,সম্পাদক ও চেয়ারম্যান খান সেলিম রহমান।
অত্র পত্রিকার গুনিজন শ্রদ্ধাশীল বড় ভাই ও প্রিয় সহযোগীগণ আমার সালাম নিবেন।
আসসালামু আলাইকুম
অন্যান্য ধর্মীয়দের প্রতি রইল আদাব ও নমস্কার।
আশা করি আপনারা সকলেই শারিরীক এবং মানসিক ভাবে সুস্থ আছেন। মাতৃজগত পরিবারের সবাই অনেক কষ্ট ও পরিশ্রম করে আমাদের এই মাতুজগত নিউজ গ্রুপে নিউজ দিয়ে থাকেন, সত্যি ঘটনা তুলে ধরে থাকেন, ঝড় বৃষ্টি রোদ ক্লান্তি অপেক্ষা করে সংবাদ সংগ্রহ করে থাকেন। আপনাদের এই পরিশ্রমের মূল্য আমরা মাতৃজগত পরিবারের কেউ দিতে পারবোনা। আমরা শুধু মাত্র দেশ এবং দেশের মানুষ ও বিভিন্ন ধরনের সকল দিকের সব খবর সংগ্রহ করে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায়, জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ও মাতৃজগত টিভিতে (mtv) প্রচারনা করে থাকি।
আমরা যেনো সবাই মিলেমিশে মাতৃজগত পরিবারে সর্ব সময় একত্রিত হয়ে কাজ করতে পারি সেই লক্ষে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা যে একজন ভালো মানের এবং ভালো মনের মানুষ খান সেলিম রহমান চেয়ারম্যান,সম্পাদক এবং প্রকাশক পেয়েছি তার জন্যে আমরা নিজেকে ধন্য মনে করি।
প্রকাশক,সম্পাদক ও চেয়ারম্যান খান সেলিম রহমান মহাদয়কে আমরা মাতৃজগত পরিবারের সবাই একটি কথায় বলবো, যদি রাখেন সাথে
আমরা মাতৃজগত পরিবারের সবাই থাকবো আমরা পাশে ইনশাআল্লাহ।
মাতৃজগতের সাথে সত্য প্রকাশে আমরা ছিলাম,আছি,এবং থকবো। দিন রাত
পাশে থাকবো অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে দুর্বার গতিতে।
এসো মাতৃজগত পরিবার আমরা সবাই হাতে হাত,কাধে কাধ রেখে
সত্য প্রকাশে কাজ করি এবং এক সাথে সবাই শপথ করি ন্যায়ের পক্ষে অন্যায়ের দিরুদ্ধে জাতীয় দৈনিক মাতৃ জগত পরিবার।
সন্মান এবং বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কারো পক্ষেই সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই আমরা মাতৃজগত পরিবারের কেও নিজে কখনো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা বা বিভ্রান্তি করবোনা আর কাওকে বিভ্রান্তি সৃষ্টি করতে দিবোনা। এক কথায় মাতৃজত পরিবার সবসময় মিথ্যা,অহাংকারি, অন্যায়, লোভি এবং জামেলা সৃষ্টি কারিকে ঘৃনা করে।
শেষ ভালো যার সব ভালো তার।