আরএমজি এফএনএফ এর উদ্যোগে বেঞ্চ ও আলমারি বিতরণ
শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।
গাজীপুরের মুদাফা, নিশাত নগর, টঙ্গীতে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে দারুর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য কাঠের বেঞ্চ বিতরণ করা হয়েছে শনিবার (২১ অক্টোবর) সকালে ওই মাদ্রাসার বালিকা শাখার জন্য প্রিন্সিপালের মাধ্যমে ১ টি স্টিলের আলমারি ও ৮ টি কাঠের বেঞ্চ বিতরণ করেন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারাবী পারভেজ, মোছাঃ হাসনা হেনা, মোছাঃ আইরিন শান্তা, জনাব মোঃ শফিকুল ইসলাম, জনাব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইন সহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।
এসময় মোঃ সজিবুল ইসলাম বলেন, কোরআনের পাখিদের চাহিদা খুবই অল্প। আমরা যদি আমাদের আয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কোরআনে পাখিদের পাশে দাঁড়াতে পারি, তাহলে সমাজের সকল স্তরেই কোরআনে আলো ছড়িয়ে যাবে খুবই দ্রুত সময়ের মধ্যে। বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন পূর্বের ন্যায় সব সময়ই সমাজের মানুষের কল্যানে সামাজিক কার্যক্রমে মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
এই সময় উক্ত মাদ্রাসার পার্শ্ববর্তী বালক শাখায় মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইনের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় যে সকল মানুষ নিয়মিত ভাবে আর্থিক সহায়তা করে আসছেন, তাদের দানের মানসিকতা আরো সমৃদ্ধশালী এবং তাদের মনের নেক উদ্দেশ্য সফল হওয়ার বিষয়ে দোয়া করা হয়।