সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
ঘোষনা

আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় গেট-টুগেদার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

 

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

(২১’শে ফেব্রুয়ারি ২০২৪) বুধবার দিনব্যাপি জেলা শহরের নিরভানা রিসোর্ট এন্ড পার্কে ওই গেট-টুগেদার অনুষ্ঠিত হয়। উক্ত গেট-টুগেদারে অংশগ্রহন করেন তৈরি পোশাক শিল্প (আরএমজি) এর ২৯৭ টি প্রতিষ্ঠানের ৬১৭ এর অধিক কর্মকর্তাবৃন্দ। এ দিনব্যাপী আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন মনোরঞ্জনপূর্ণ প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নারী অতিথিদের জন্য ছিল সব সময়ের আকর্ষণীয় বালিসবদল খেলার আয়োজন। শিশু অতিথিদের জন্য ছিল দৌঁড় প্রতিযোগিতা। সকল শিশুদের উপহার দেওয়া হয়।

বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ সজিবুল ইসলাম সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আলিম সিইও সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম, নুর-এ-খান, হেড অব অপারেশন, পলমল গ্রুপ, আবু হানিফ, জিএম পলমল গ্রুপ, মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ, বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, কেএইচ সেলিম রেজা, প্রডাকশন ডিরেক্টর টিএন্ডজেড এ্যাপারেলস লিমিটেড, মোঃ আনিছুর রহমান সোহান, ম্যানেজিং ডাইরেক্টর, রাহমানিয়া ফ্যামেলি, মোঃ মশিউর রহমান এইচআর জেনারালিস্ট কর্পোরেট হেলথ্ কেয়ার সেক্টর, মোঃ কবির আহমদ লিনজু, হেড অফ সিএসআর টিএন্ডজেড গ্রুপ, তাসলিমা আক্তার জলি, এ্যাসি এক্সিকিউটিভ সেক্রেটারী ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মোঃ ফরহাদ রেজা ডিজিএম, টার্গেট ডেনিম এন্ড ক্যাসুয়াল ওয়্যার লিঃ, শহিদুল ইসলাম পলাশ, হেড অফ অপারেশন, ইকোফেব লিমিটেড।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সবুজ, অনুষ্ঠান চেয়ারম্যান খন্দকার শরিফ, কো-চেয়ারপার্সন ডাঃ নির্বাচিতা হক খান, অনুষ্ঠান সম্পাদক শেখ সাবের আলী, সাদ্দাম হোসেন জনি, মোঃ মনিরুজ্জামান, সৈয়দ মোঃ ইমরান, মামুন আল মামুন, রিপন সাহা, মোবারক হোসেন, তারেকুল ইসলাম তারেক, জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নিরুপমা আক্তার, আশরাফুল আলম সৌরভ, তানভীর হাসান রাজু, সাইফুল ইসলাম, সাজেদুর রহমান রানা, আজিদা খাতুন, সৈয়দ মোঃ ইরফান, মুন্না হোসে, হাসনা হেনা, আহসানুল হক তুহিন, মোঃ মনিরুজ্জামান, সিইও এমএসসিট, আবু ইউসুফ নিলয়, ম্যানেজিং ডিরেক্টর, রেলইওন গ্লোবাল লিমিটেড, মোঃ আলী রিপন প্রোপ্রাইটর ওয়ান বেঙ্গল পেস্ট কন্ট্রোল, রাকিবুল ইসলাম রাকিব, সিইও এন্ড ম্যানেজিং ডাইরেক্টর, আরএস ফায়ার এন্ড কমপ্লায়েন্স সোলুশন, অসীম মন্ডল সিইওমাই উইন্ডো, মোঃ রায়হান তুহিন ফাউন্ডার এন্ড সিইও সেইফটি উইংস, মকবুল আহমেদ, চিফ এক্সিকিউটিভ এন্ড লিড ট্রেইনার এইম প্লাস, মামুন রহমান প্রোপ্রাইটর ফয়সাল ফ্যাশন এন্ড এক্সোসরিজ, দেলোয়ার হোসেন,ম্যানেজিং ডাইরেক্টর ডি এ সোয়েটার, নিজাম উদ্দিন; ম্যানেজিং ডাইরেক্টর, এম এম সোয়েটার, আব্দুল মাজিদ ম্যানেজিং ডাইরেক্টর, এম এম খান সোয়েটার, মো শাহ আলম ম্যানেজিং ডাইরেক্টর; এস আলম সোয়েটার সহ প্রমুখ।

এ আয়োজনে ইয়ুথ এ্যান্গেজমেন্ট পার্টনার হিসাবে এক্সিলেন্স বাংলাদেশ, প্রিন্টিং পার্টনার হিসাবে তাকদীর ডিজিটাল প্রিন্টিং প্রেস, মিডিয়া পার্টনার হিসাবে আরএমজি টাইমস্ কলচারাল পার্টনার হিসেবে ছিলেন ব্যান্ড দেশী। সারাদিনের কর্মকান্ডের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991