আনোয়ারা উপজেলা আলোর পথিক একাডেমি ব্লাড ব্যাংক এর উদ্যোগে পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দিতে, গতকাল ২৬ জুলাই অনুষ্ঠিত হয়।
বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সকাল দশ’টা থেকে একটানা বেলা দেড়’টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়৷
স্হান পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের,বটতলী আনোয়ারা।
উক্ত ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক এম.ডি আজম খাঁন, সাংগঠনিক সচিব আবছার আহমেদ, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, প্রচার সচিব মোঃ আরফাত হোছাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ পারভেজ রেজা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনিশিয়ান তৌহিদুর ইসলাম লাভলু, মির হাসান, আরাফাত, সৌরভ,সুমন।
টেকনিশিয়ান মুহাম্মদ তৌহিদ সহ আরো অনেকে।
আয়োজনে:- আলোর পথিক একাডেমি, আনোয়ারা,চট্টগ্রাম।