নিজস্ব প্রতিবেদক:
সংস্কার সংস্কার করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে দেশে নতুন সংকট তৈরি হবে। সম্ভাব্য সংকট থেকে দেশকে রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা , ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক নির্যাতিত জননেতা আতাউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রোববার (১২ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা কোনদিন সফল হয়নি ভবিষ্যতেও সফল হবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।