আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি গ্রামে এক গৃহবধূ ঘরের বাশেঁর আড়ার সাথে তার নিজের ব্যবহারিত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৫ মার্চ) সকাল ৯ টার দিকে ঘরের বাশেঁর আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাথ পুত্র বধু শাহারিয়া খাতুন। সকালে বাড়ির মধ্যে ডেকে না পেয়ে ঘরের মধ্যে যেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ ঘটনায় তার স্বামী হযরত আলী গাজী (৫৫) থানায় লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী মোছাঃ হেনা পারভীন (৫০) আত্নহত্যা করেছেন।
পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন ছুটে আসে। তাকে বাঁচানোর জন্য দ্রুত নামিয়ে ডাক্তারকে খবর দেয়।
ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান মৃতর স্বামী লিখিতভাবে থানা পুলিশকে জানালে এসআই সাব্বির আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
সে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।