আশুলিয়ার জামগড়ার মনির মার্কেট মসজিদের সামনে আবু ভুঁইয়ার ৫ম তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া শ্রী বিমল কুমার মন্ডল (৫০) কে সিজার দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ এপ্রিল ২০২৩) সন্ধ্যা ৭ টায় আশুলিয়া থানা পুলিশ ভিকটিম বিমল মন্ডলের লাশ উদ্ধার করেছেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মনির মার্কেট এলাকা থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের বাড়ির মালিক ও তার দুই ছেলে এই হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন, অনেকেই জানায় বিকেল ৩-৪ টার মধ্যে এই হত্যার ঘটনা ঘটার পর বাহিরের লোকজন ও গণমাধ্যম কর্মীদেরকে ওই বাসায় ডুকতে দেয়া হয়নি। ঘটনার পর বাড়ির মালিক ও তার ছেলে জাহিদ ও শুভ পলাতক ছিলেন।
আশুলিয়া থানার (এসআই) নুরুল হক বলেন, ভিকটিম বিমল মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, ময়নাতদন্তের পর এ হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও র্যাব জানায়, এ হত্যার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে বলে তারা জানান। ধারাবাহিক-পর্ব-১