মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর ৬আসলে উপজেলার পাড়কোলা গ্রাম থেকে জেএসডি নেত্রী এমপি প্রার্থী ইলোরা সোমা তার নির্বাচনী এলাকা থেকে সকলে সহযোগিতা ও দোয়া কাম্য শুরু করলেন।
শাহজাদপুর উপজেলা জেএসডি র পক্ষ থেকে আমাদের নেত্রী গণমানুষের নেত্রী ইলোরা সোমা তাঁর নিজের এলাকা পাড়কোলা এক মতবিনিময় সভার আয়োজন করেন উক্ত সভায় শতশত জনসমাগম সফল ও সার্থক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো নেত্রীর জন্য রইলো শুভকামনা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জননেত্রী ইলোরা সোমার পিতা তিনি জানিয়েছেন তাঁর বাবা তার সভায় সভাপতিত্ব করায় নিজেকে ধন্য মনে করেছেন তার জীবনে এটি পরম পাওয়া বলে এটাও তিনি মনে করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,জাতীয় যুব পরিষদের নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের শামীম মিয়া,জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি নেত্রী বৃন্দ ও আমাদের নেত্রী গণমানুষের নেত্রী ইলোরা সোমার এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
@highlight