৪রা মুহররম বাদে মাগরিব থেকে আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আয়োজিত চতুর্থ দিনে ০৩/০৮/২০২২ইং রোজ বুধবার আয়োজিত মাহফিল আজিমুশশান ভাবে সম্পূর্ণ হয় ।
আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১০ দিন ব্যাপী আয়োজিত এই মাহফিলের চতুর্থ দিনে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ এবং আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব এম সাইফুল আলম।
এতে উপস্থিত ছিলেন দেশ বরণ্য উলামায়ে কেরামগণ ও আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্মানিত পরিচালক বৃন্দ।