জহিরুল হক জহির বরিশাল প্রতিনিধিঃ-সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়,খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যের ১৫ টাকা কেজি চাউলের প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেয়ার বিধান থাকলেও সেখানে ডিলার দীর্ঘদিন ধরে ওজনে কম দিচ্ছেন বলে অভিযোগ কার্ডধারীদের।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে।
সরেজমিনে ২৭ অক্টোবর বৃহস্পতিবার নিয়ামতি ইউনিয়নে গিয়ে দেখা যায়, ডিলার ফরিদ ও ডিলার নাসির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছেন।
চাল বিতরণ পরিমাপ সঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখতে কয়েকজন সংবাদকর্মী ডিলারের ঘড়ে গিয়ে দেখতে পান ৩০ কেজি চাল না দিয়ে ২৮ কেজি চাল বিতরণ করছে।
ডিলারের কাছে এই অনিয়মের কারণ জানতে চাইলে তাদের বক্তব্য থাকে চেয়ারম্যানের নির্দেশে ২৮কেজি ৫০০ গ্ৰাম চাল দিচ্ছে।
মুঠোফোন এ বিষয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির এর সাথে কথা বলতে চাইলে তিনি মিটিং এ ব্যাস্ত আছি বলে বার বার লাইন কেটে দেয়।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওসি এল এস ডি এর কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের জানান সঠিক পরিমাপ দিয়েই গোডাউন থেকে ডিলারদের চাল দেয়া হয়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রের জন্য স্বল্প মূল্যের চাল পরিমাপে কম দেয়া অভিযোগ ক্ষতিয়ে দেখে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।