নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরপুর জেলায় ফরিদগঞ্জে অনেক গুলি ইট-ভাটা আছে। এই ইট ভাটার মালিক গন সরকার কর্তৃক প্রজ্ঞাপনকে তোয়াক্কা না করে কৃষিজমির মালিকদের কাছ থেকে উচ্চ মূল্যে মাটি ক্রয় করে বেকু মেশিন , লেবার দিয়ে টাক্টর দিয়ে তাদের ইট ভাটায় ইট তৈরীর জন্য মাটি সংগ্রহ করে। এই কাজে তাদেরকে স্থানীয় একলাকার প্রভাবশালী ব্যক্তিগণ সহযোগিতা করে। সরকার কৃষি জমি খালি না রেখে কৃষি ফষল উৎপাদনের জন্য বিভিন্ন রকম সার্বিক সহযোগিতা করে আসতেছে। এক কৃষক জমির মাটি বিক্রি করে পাশের অন্যান্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তারা প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয় এতে নিরোহী কৃষক চুপ হয়ে যায়।
৫নং ইউনিয়নে এবং ৬নং ইউনিয়নে বেশ কয়েক জায়গায় এভাবে মাটি কাটার মহাউৎসব চলিতেছে। বর্তমানে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের
ভূঁইয়া বাড়ির হাসনাত জামিল পিতা মৃত শহিদুল্লাহ ভূঁইয়া তার নিজের এবং শরীকদারদের প্রায় ৭০ শতাংশের জমির মাটি ৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক ইটভাটার মালিকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। নগদ প্রায় দুই লক্ষ টাকা গ্রহণ করে। আশে পাশে আরো অনেক কৃষিজমি আছে তাদের অনেক
ক্ষতি সাধিত হবে তাই প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে নজর দারীর জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য । এ ব্যাপারে আরো তথ্য আসতেছে পরবর্তী সংবাদে।