এ আর ছায়েম সুনামগঞ্জ জেলা ব্যুরোপ্রধান :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী ২০২৪ সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা বাজার নম্বর ২২৮ এবার নিয়ে ৫ বার এম পি হলেন মুহিবুর রহমান মানিক ৷
১ম বার ১৯৯৬ সালে নির্বাচিত হলে পরের বার ২০০১ সনে পরাজয় হন এর পর ২০৮ থেকে এবার নিয়ে টানা ৪ বার হলে মোট ৫ বার এই আসনে এম পি নির্বাচিত হলেন তিনি৷
এর আগে ছাতক উপজেলা চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব করেন এম পি মুহিবুর রহমান মানিক ওনার সাথে ভোটে প্রতিদ্বন্দিতায় ছিলেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে ভালোই ঝমিয়ে ছিলেন নির্বাচন মাট এরই মাঝে ২জনই বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচিত নেতা৷
স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা পরিষদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন শামীম আহমদ চৌধুরী ওনার প্রতিদ্বন্দি প্রার্থী মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর প্রথম স্থানের সহ-সভাপতি৷
দুজনই ভালোপ্রতিদ্বন্দিতামূলক নির্বাচন উপহার দেন ছাতক দোয়ারা বাজার সুনামগঞ্জ ৫ আসনে৷
ভোট গণনার আগ মুহূর্তে টানটান উত্তেজনা ছিল ভোটারদের কে জিতে কে হারে প্রথমে ধারণা করা যাচ্ছিল না তবে বিকাল ৪ টার পর সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে উত্তেজনা কে থামিয়ে আনন্দে মেতে উঠে নৌকার সমর্থনকারী বিজয় উল্লাসে মেতে উঠতে দেখা যায়৷
সেন্টার রেজাল্টের সাথে সাথে মিছিল করতে দেখা যায় এর পর মিছিলটি বন্ধ করে দেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিদর্শন মোবাইল টিম এর মাঝে নৌকার প্রতিপক্ষ ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থনে ফেসবুক সহ নানান ভাবে পোস্ট করেন প্রথম বারে এসে ভালোই আক্রমণ করেছে বলে মন্তব্য করতে দেখা যায় শামীম আহমদ চৌধুরীর সাপোর্টারদের৷
নৌকার সমর্থনকারীরা পরবর্তী দিনে তাদের বিজয় উল্লাস করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতা কর্মীরা৷
ভোট ফলাফল ছিলো নিছে” সুনামগঞ্জ ৫ নৌকা ১,১৯,৩০০ ভোট পেয়ে এগিয়ে ,,
ঈগল ৯১,৮৮৮,পেয়ে নৌকার মানিকের কাছে ২৭,৫১৫ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন৷