২১ জানুয়ারী ২০২২, শুক্রবার, সন্ধ্যা ০৬.০০ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় লিপু খন্দকারের সভাপতিত্বে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) কর্তৃক আয়োজিত বিএমকেসি ‘ষ্টার এওয়ার্ড-২০২১’ তারকাদের মিলনমেলা ও গুণীজন সংবর্ধণায় ইনডেস্ক নিউজ বিডি এর উপদেষ্টা- মাহবুবুল আলম ক্রিয়েটিভ ডিজাইনারের ষ্ট্যার এওয়ার্ড পাওয়ায় ইং ২২/০১/২০২২ তারিখ বিকাল ০৫.০০ টায় মাহবুবুল আলম এর নিজস্ব প্রতিষ্ঠান চেনামুখ গ্রাফিক্সে উপস্থিত হয়ে মাহবুবুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের পক্ষ থেকে ইউপি সদস্য মোঃ শরিফুল আলম ও ইউপি সদস্যা মোছাঃ হালিমা বেগম। ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি সদস্যদ্বয় জানান যে, এই সম্মান, গৌরব সিরাজগঞ্জের। এই সম্মান রায়গঞ্জের। এই সম্মান আমাদের। সকলেই মাহবুবুল আলমের ভবিষ্যত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। সেই সাথে বাংলাদেশ মিডিয়া কল্যাণ কাউন্সিল (বিএমকেসি) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।