অদ্য ইং ০৪/০৯/২০২২ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ লাইন্স ভরাডোবা প্যারেড গ্রাউন্ডে সেপ্টেম্বর/২০২২খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ মহোদয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় ইউনিটের পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে অত্র ইউনিটের সকল পদবীর পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার, কাজী সাইদুর রহমান ও ইউনিটের পুলিশ পরিদর্শকগণসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।